আব্দুর রহিম, কালিগঞ্জ: সাতক্ষীরার দেবহাটা ও কালিগঞ্জ ভূমিহীন আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদ জায়েদার ২৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই (বৃহস্পতিবার) দিনব্যাপী শহীদ জায়েদার পরিবার এবং দেবহাটা ও কালিগঞ্জ ভূমিহীনের আয়োজনে জায়েদা নগর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ জায়েদার স্বামী মোঃ আব্দুল হামিদ-এর সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলার যুব সংগঠক ও মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, শহীদ জায়েদার পুত্র আরমান এরশাদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ আশেক- ই-এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ন সদস্য সচিব আলী নুর খান বাবলু,সদস্য আনোয়ার জাহিদ তপন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, নলতা ইউপির সাবেক চেয়ারম্যান আনসার আলী প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাইজিদ হোসেন,সিরাজুল ইসলাম,আব্দুর রহিম পাড়, এবাদুল ইসলাম, বাবুর আলী গাজী, হাবিবুল্লাহ পাড়, মনিরুল ইসলাম পাড়, ইউপি সদস্য শওকাত আলী, মোকসেদ মোড়ল, সোলায়মান আলী,মোহাম্মদ আলী,সেকেন্দার আলী পাড়,শওকাত সরদার,করিম পাড়,হোসেন আলী,রেজাউল সরদার,আব্দুর জব্বার,অহেদ আলী গাজী, আজগার আলী মোড়ল, জিহাদ আলী শেখ প্রমুখ।