
হাফিজুর রহমান: হিন্দু বাড়িতে মুসলিম নারী কাজ করা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে বাড়িতে হামলা, ভাংচুর লুটপাট, মারপিটে কাজের বুয়া কে আহত করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সাড়ে ৬টার সময় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল গ্রামে এঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহত কাজের বুয়া সুফিয়া বেগম (৬০) কে ঐ রাতে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সুফিয়া চাম্পাফুল গ্রামের মৃত ইমান আলী মোড়লের স্ত্রী। উক্ত ঘটনায় চাম্পাফুল গ্রামের মৃত প্রভাস চন্দ্র দফাদারের পুত্র গৃহকর্তা বিমল চন্দ্র দফাদার বাদী হয়ে বুধবার রাতে ৯ জন কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর বৃহস্পতিবার বিকাল ৫টার সময় কালিগঞ্জ পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক ডাঃ মিলন ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক অসীত অধিকারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান। ভুক্তভোগী বিমল, তপন, জসিম, কাইয়ুম সহ একাধিক গ্রামবাসী সাতনদীকে জানান উপজেলার চাম্পাফুল গ্রামের অসুস্থ্য বিমল চন্দ্র দফাদার (৬৮) এর দেখা শুনার জন্য তার বাড়িতে একই গ্রামের মৃত ইমান আলীর স্ত্রী বিধবা সুফিয়া খাতুন বুয়ার কাজ করত। বিষয়টি নিয়ে সীমান্তবর্তী কালিগঞ্জ আশাশুনির পাশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে অনৈতিক সম্পর্ক সন্দেহে তার বাড়িতে কাজ করতে নিষেধ করে। নিষেধ অমান্য করলে পূর্ব পরিকল্পিত ভাবে গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় আশাশুনি থানার শ্রীকলস গ্রামের সামছুর মোড়লের পুত্র আবুল কাশেম ওরফে খোকা (৩২) এর নেতৃত্বে মৃত মোফাজ্জ্বল এর পুত্র সিরাজুল (৪০), হাজে উদ্দীন সরদারের পুত্র রফিকুল ইসলাম, কেনা মিস্ত্রির পুত্র বাবুল হোসেন, আব্দুস সোবাহানের পুত্র রুহুল আমিন, গুচ্ছ গ্রামের খোকনের পুত্র আইজুল ইসলাম, আব্দুল আজিজের পুত্র আসাদুল সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসী অবৈধ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর, নগদ ২ লক্ষ টাকার মালমাল লুট করে বিমল তরফদার এবং কাজের বুয়া সুফিয়া কে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এতে প্রতিবাদ করায় কাজের বুয়া সুফিয়া কে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় ফেলে চলে যায়। ঘটনা সম্পর্কে থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন সাতনদীকে জানান ঘটনায় মামলা হয়েছে আসামী গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত আছে।