
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক পুত্রের বিরুদ্ধে মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে মা হালিমা খাতুন বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১৫। গরুকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল আনুমানিক ১০টার সময় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে শামছুদ্দিন ঢালিকে পিটিয়ে হত্যা করে ঘাতক পুত্র মিয়ারাজ ঢালী। হত দরিদ্র শামছুদ্দিন ঢালী এবং তার একমাত্র পুত্র মিয়ারাজ ঢালী গত কিছুদিন আগে ৪টি গরু কিনে লালন-পালন করছিল। গরু অন্যের ফসল নষ্ট করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে গৃহকর্তা শামসুদ্দিন ঢালী গরু গুলোকে বেধড়ক মারপিট করে জখম করে। উক্ত ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার পুত্র মিয়ারাজ ঢালী সকালে বাজার থেকে এসে প্রথমে তার মা হালিমা খাতুকে মারপিট করে বাবাকে খুজতে পাশের বিলে যায়। ঐ সময় বাবা-ছেলে ঝগড়ায় লিপ্ত হয়ে হাতাহাতির এক পর্যায়ে বাবা পালিয়ে যাওয়ার সময় আশারাফ ঢালী নামক প্রতিবেশির বাড়ীর কাছে পৌছানো মাত্রই পিছন দিক থেকেই ছেলে লাঠি দিয়ে আঘাত করলে বাড়ীর দেওয়ালে ধাক্কা লেগে রক্তাত অবস্থায় ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে বেলা ১১টার সময় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় এনে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে রাত ১০টার সময় নিহতের লাশ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করে। উক্ত ঘটনায় শনিবার রাতেই হালিমা খাতুন বাদী হয়ে স্বামী হত্যার ঘটনায় পুত্র মিয়ারাজের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর হতে ঘাতক মিয়ারাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলা দায়েরের ঘটনা কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন স্বীকার করে বলেন হত্যাকারিকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে।