
হাফিজুর রহমান: আল আমিন নামে এক ব্যক্তি শুক্রবার বিকালে সীমান্তবর্তী কালিগঞ্জ উপজেলার বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরার সময় তার জালে ২০ কেজি ওজনের এক কচ্ছপ ধরা পড়ে। আল আমিন উপজেলার বসন্তপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র। বিষয়টি জানতে পেরে স্থানীয় একজন সংবাদ কর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
পরে কচ্ছপটি জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে শনিবার বেলা ১টার সময় সহকারী কমিশনার ভুমি ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দীন ধৃত কচ্ছপটি বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে অবমুক্ত করে দেন। ঐ সময় বসন্তপুর বিজিবি ক্যাম্পের বিওপি কমান্ডার সহ সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।