
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। কালিগঞ্জ থানা সূত্রে জানাগেছে, থানা সূত্রে জানাগেছে, রবিবার (১৭ সেপ্টেম্বর) ২ কেজি গাঁজাসহ মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের বাহার আলীর ছেলে আবু হাসান (২৭) ও একই উপজেলার চরপানিয়া গ্রামের-মৃত নাছির উদ্দিন মোল্লার ছেলে মশিউর মোল্লা বাবু (৩২) কে আটক করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে।