
কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জন্মষ্টমী পালন উপলক্ষ্যে কার্যনির্বাহী কমিটির মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা আর্য্য মন্দিরে অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় হিন্দু মহাজোটের কালিগঞ্জ শাখার সভাপতি ডা. প্রতিরাম মল্লিক। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ২২/০৮/২০১৯ রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় আমিয়ান রসিকানন্দ গৌড়ীয় মঠ থেকে মহাবতার ভগবান শ্রীশ্রী কৃষ্ণের ৫২৪৫ তম শুভ জন্মজয়ন্তী উৎসব ২০১৯ এর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হবে এবং উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমিয়ান রসিকানন্দ মঠে শেষ হবে এবং প্রসাদ বিরতণ করা হবে। উক্ত মঙ্গল শোভাযাত্রা অনুষ্টানকে সাফল্য মন্ডিত করার জন্য আমিয়ান রসিকানন্দ গৌড়ীয় মঠের সকল ভক্ত বৃন্দ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সকল সদস্য বৃন্দ, জাগো হিন্দু পরিষদের সকল সদস্য বৃন্দ, মন্দির সমিতি কালিগঞ্জ উপজেলার সকল সদস্য বৃন্দ ও সকল সনাতনী কৃষ্ণ ভক্ত বৃন্দ গনকে সদয় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। সভায় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদার। মঠের সদস্য সচিব রসকৃষ্ণ দাস অধিকারী, জাগো হিন্দু পরিষদের মাষ্টার তপন ঘোষ, মন্দির সমিতি মাষ্টার প্রভাস মন্ডল, দেবপ্রসাদ মন্ডল, চ-িচরণ মন্ডল, উজ্জল মন্ডল, সিদাম বিশ^াস, মাষ্টার মৃত্যুজ্ঞয় মন্ডল, ডাঃ উৎপল।