
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি:-
মাদক র্নিমূল অভিযানে ২শ ৫০ গ্রাম গাঁজা সহ বহুল আলোচিত অর্ধ ডজন মামলার আসামী মাদক ও গাঁজা স¤্রাট বাবলু ওরফে কালু (৩৫), বেরশিক পুলিশের জালে আটক হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার সময় কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম গ্রামের তার বাড়ী হতে আড়াই ’শ গ্রাম গাঁজা সহ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাবলু ওরফে কালু উপজেলার বাজারগ্রামের জিন্নাত আলী সরদারের পুত্র। উক্ত ঘটনায় থানার সহকারি উপ-পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৫।
মাদক সম্রাট বাবলু ওরফে কালু র্দীঘদিন ধরে তার নিজ বাসায় রেখে গাঁজা, ফেন্সিডিল পাইকারি এবং খুচরা বিক্রি আসছিল। এর আগেও সে মাদক সহ একাধিক বার পুলিশের হাতে আটক হয়েছে। এছাড়াও গাঁজা সহ আটক হয়ে একাধিক বার ভ্রামমান আদালতের মাধ্যমে র্দীঘদিন জেল খেটেছে। গত কিছুদিন আগে পুলিশের চোখ ফাঁকি দিতে নিজ বাসা পরিবর্তন করে।
কাঁকশিয়ালী ব্রিজের নিচে পাশের একটি বাড়ীতে থেকে নিরাপদে পুলিশের গ্রেপ্তার এড়াতে গোপনে ২ বাড়ীতে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক অনুপ দাশ এবং সহকারি উপ-পরিদর্শক জিল্লুর রহমান বুধবার রাত সাড়ে ১২টার সময় তার বাজারগ্রাম বাড়ীতে অভিযান চালিয়ে ২শ ৫০ গ্রাম গাঁজা সহ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করে বলে সংবাদিকদের জানান। গ্রেপ্তারকৃত বাবলু ওরফে কালুকে গতকাল জেলা হাজতে প্রেরণ করেছে পুলিশ।