
কালিগঞ্জ ব্যুরো:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরার কালিগঞ্জ শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫টার সময় শাখা কার্যালয়ে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালিগঞ্জ শাখার ভিপি ও শাখা প্রধান নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন অত্র ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশন আজগার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইবাদ আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সহসভাপতি হাফিজুর রহমান প্রম‚খ। ইফতার মাহফিলে ব্যাংকের গ্রাহক সুধী ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলের মোনাজাত ও দোয়া পরিচালনা করেন কালিগঞ্জ থানার মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।