
কালিগঞ্জ ব্যুরো: পরকীয়ার সূত্র ধরে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় আজিজুল ইসলাম এবং সুমাইয়া খাতুন নামে ২কপোত কপোতি কে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশি সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় বেনাদনা গ্রামে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বেনাদনা গ্রামের মাহমুদ বিশ্বাসের পুত্র আইজুল ইসলাম( ৩০) এবং তার পরকীয়া প্রেমিকা এক সন্তানের জননী মানপুর গ্রামের গনি খার কন্যা সুমাইয়া খান( ২৫)।
আটককৃত দুইজনের মধ্যে দীর্ঘদিন যাবত পরকীয়া সম্পর্ক চলে আসছিল। মঙ্গলবার রাত্রে আনুমানিক সাড়ে দশটার সময় আজিজুল সুমাইয়ার ঘরে প্রবেশ করলে স্থানীয় রসিক জনতা ঘরে আটকে গণধোলাই দিয়ে পুলিশে ফোন করে। পরে পুলিশ আসলে তাদেরকে পুলিশ হস্তান্তর করা হয়। খবর পেয়ে থানার উপ পরিদর্শক শাহাদাত হোসেন ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।