
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে:
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলায় বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যম‚ল্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ২৩ মার্চ সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদি। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল আহসান।
ভাইচ চেয়ারম্যান (মহিলা)দিপালী রানী ঘোষ কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি কর্মকর্তা অসীম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাহিদুর রহমান, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মেরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, সাংবাদিক শেখ সাদেককুর রহমান ও ফজলুল হক সহ বিভিন্ন ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, নিত্য প্রয়োজনীয় খাদ্য খাবার ফলমূলসহ গরু ও ছাগলের মাংস ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নজর রাখতে হবে। পবিত্র রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম ইচ্ছামতো বাড়িয়ে থাকে এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা সহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।