
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটিতে দ্রুত গতির ইঞ্জিনভ্যানে চাপা পড়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী (৫) গুরুতর আহত হয়েছে। তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। শনিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব কাদাকাটি গ্রামের দীলিপ মন্ডলের কন্যা পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণির ছাত্রী তনুশ্রী স্কুল ছুটির পর বাড়িতে ফেরার জন্য স্কুল মাঠ থেকে রাস্তায় উঠছিল। এসময় ফকরাবাদ গ্রামের আমির গাজীর পুত্র আমিনুর তার ইঞ্জিন ভ্যানে বুধহাটা থেকে মাছ ক্রয় করে বাড়িতে ফেরার পথে স্কুলের সামনে পৌছে তনুশ্রীর উপর উঠিয়ে দেয়। তনুশ্রী ভ্যানের প্রচন্ড ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়লে রক্তাক্ত জখম অবস্থায় সাথে সাথে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত্র ৭.৩০) তাকে খুলনায় নেওয়ার প্রস্তুতি চলছিল। উল্লেখ্য, স্কুলের সামনে দিয়ে হলদেপোতা টু প্রতাপনগর রাস্তা চলে গেছে। ব্যস্ততম সড়ড়টিতে প্রতিনিয়ত শত শত ট্রাক, মাইক্রো, পিকআপ, মটর সাইকেল, ইঞ্জিন ভ্যান, চার্জার ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। একই স্থানে কাদাকাটি পূর্বপাড়া বালিকা বিদ্যালয় ও পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এখানে সড়কের উপর কোন স্পীড ব্রেকার না থাকায় যানবাহন চালকরা দ্রুত গতি চলাচল করে থাকে। ফলে স্কুলের সামনে ছোট্ট বাজার থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। ইতিমধ্যে ৭/৭টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এলাবাসী স্কুলের সামনের সড়কে স্পীড ব্রেকারের জন্য লিখিত ও মৌখিক ভাবে বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্ঘটনা রোধে আপাতত স্পীড ব্রেকার স্থাপনের ব্যবস্থা করতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।