
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় সাতক্ষীরা পৌরসভা নির্বাচন উপলক্ষে ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মোঃ কায়ছারুজ্জামান হিমেলের নির্বাচনী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় শহরের আমতলাস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে পৌরসভার ১ নং ওয়ার্ড বাসীর আয়োজনে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী কায়ছারুজ্জামান হিমেল, জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, মহিলানেত্রী জোৎস্না দত্ত, জেলা জুয়েলারী সমিতির সভাপতি গৌর দত্ত, শাফাউদ্দিন শেলী। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবু তাহের আলী, বদরুজ্জামান বদ্রু, রোকনুজ্জামান সুমন, সাইফুল ইসলাম, প্রাক্তন সহকারী সুপার শঙ্কর কুমার রায় প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী ফিরোজ আহমেদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজি উল্লাহ রাজু।