
কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া উপজেলার ২ নং জালালাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মহামারি করোনাভাইরাসে গৃহবন্দী ৪০০ অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় বিএনপির কেন্দ্রীয় নেতা তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সহযোগিতায় সিংহলাল বাজার এলাকায় দেয়া ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ.সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সহ.সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আব্দুর রকিব মোল্ল্যা, পৌর বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ কামরুল হোসেন, সহ.সাধারণ সম্পাদক শওকত হোসেন, বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, যুবদলনেতা আশরাফুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সন্জু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা রবিউল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম পাইলট, মেম্বর মশিয়ার রহমান প্রমুখ। পরেে নেতৃবৃৃৃন্দ জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসচ্ছল ব্যক্তির বাড়িতে বাড়িতে ওই ত্রাণসামগ্রী পৌছে দেন।