
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় সফল প্রকল্পের আয়োজনে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও বালাইমুক্ত মিষ্টি কুমড়া উৎপাদনের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৪ সেপ্টম্বর সকাল ১১টায় কলারোয়া পৌরসভার মিলনায়তনে প্রশিক্ষণ নেন বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক।
সফল প্রকল্পের আয়োজনে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও বালাইমুক্ত মিষ্টি কুমড়া উৎপাদনের উপর প্রশিক্ষণ আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার জনাব কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাতাপস কুমার রায়, প্রোগ্রাম- অফিসার সাপ্লাই চেইন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া, সাতক্ষীরা,মোঃ মোস্তাফিজুর রহমান,খোকন সরদার ও মোঃ কামরুজ্জামান, উত্তরণ, সফল প্রকল্পের প্রতিনিধি, কলারোয়া।