নিজস্ব প্রতিবেদক: কেঁক কেটে নানান আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় সাবেক ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিশ্বাস মার্কেট বাইক বাজার শোরুমে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ নেতারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই আজও অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে আসছে। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ছাত্রলীগের সেবা তৃণমূল মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে একটি সুশীল সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে ছাত্রলীগের সকল সদস্য।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল মল্লিক, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক জিএস মোস্তফা আহম্মেদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মাছুমুজ্জামান মাসুম, ছাত্রলীগ সভাপতি রিপন আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা এস এম আবু সাঈদ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ মারুফ আহম্মেদ, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম তুষার, ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান তুহিন, ছাত্রলীগ নেতা সজন, মিলন, আকাশ, শাওন, নাইম প্রমূখ।