
কামরুল হাসান, কলারোয়াঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীকে সহায়তার অভিযোগে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
একই সঙ্গে সহায়তার অভিযোগে সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর.এম সেলিম শাহনেওয়াজ জানান, কেন্দ্র পরিদর্শনের সময় ১০১নং রুমের পরীক্ষার্থীকে সহায়তার অভিযোগে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক রজ্ঞন কুমার ঘোষকে বহিস্কার করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবকে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ঘটনাটি আমাকে অবহিত করেনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।
জানা গেছে, কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রের ১০১ নম্বর কক্ষে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন তিথি ঘোষ। পরীক্ষার্থী তিথি ঘেষ সহকারী শিক্ষক রজ্ঞন কুমার ঘোষের ভাগ্নে। পরীক্ষার হলে সহকারী শিক্ষক রজ্ঞন কুমার ঘোষ তার ভাগ্নেকে বিশেষ সুবিধা দিচ্ছিলেন।