নিজস্ব প্রতিবেদক: একদিকে চলছে সরকার ঘোষিত লকডাউন অন্যদিকে চলছে লোডশেডিং। কারণে অকারণে যে কোন মুহুর্তে বিদ্যুৎ থাকে না কলারোয়ায়। দিনে কারেন্ট পাওয়া যেন হয়ে গেছে সোনার হরিণ। সরেজমিন ঘুরে দেখা গেছে শনিবার সকালে দমদম গণপতি পুর সহ বিভিন্ন গ্রামগুলোতে বিদ্যুতের দেখা নেই । মানুষ রয়েছে কিছুটা বেকায়দায় বাইরে বেরোলে পুলিশের ভয় ঘরে থাকলে গরমের জ্বালা। সরকারি ছুটির দিনেওসহ বিভিন্ন দিনে থাকে না বিদ্যুৎ। এটাই আজ প্রথম না কলারোয়ায় প্রতি শনিবার আসলেই কারেন্টের হদিস পাওয়া যায় না। এ বিষয়ে কলারোয়ার এক বাসিন্দা নাসির আলম সাংবাদিকদের জানান আমরা কোন দেশে বসবাস করছি। সরকার বলছে ঘরে থাকার জন্য আর বিদ্যুৎ অফিস ঘরে থাকার অবস্থা রাখছে না। এখন আমরা কি করবো?
এ বিষয়ে শিক্ষার্থী নয়ন জানিয়েছেন কলেজ বন্ধ বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে বাড়ির মধ্যে বাইরে যেতে দিচ্ছে না বাবা-মা। কিন্তু বাড়িতে বসে বা কি করব? লোডশেডিংয়ের কারণে বিপাকে রয়েছে ঘরে থাকতে পারছি না গরমে বাইরেও বাহির হতে পারছি না লকডাউন এর জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান শুক্র শনিবার সরকারি ছুটি থাকায় বাড়িতে দিনটি কাটিয়ে দেওয়ার চেষ্টা করি এই করোণা মুহূর্তে। কিন্তু লোডশেডিংয়ের কারণে থাকতে পারছি না ঘরেতে আবার পল্লী বিদ্যুৎ অফিসের মোবাইলে যতই ফোন দেয়া হোক না কেন সেটা ধরার তোয়াক্কা করেন না। বেশি কিছু বললে আবার লাইন কেটে দেওয়ার ভয় দেখায় বিদ্যুৎ অফিসে চাকরি রত কর্মকর্তা। দেখান পুলিশের ভয়ে এসব কারণে জবাবদিহিতা নেই বলে মনে করেন বুঝাই যাচ্ছে। কলারোয়া পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করলে তারা জানান, নতুন লাইনের কাজ চলছে এ কারণে সপ্তাহে দুদিন বিদ্যুৎ সংযোগ সমস্যা হবে।