কামরুল হাসান, কলারোয়া: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম, চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হাসান, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মাকফুর রহমান মফে, জয়নগর ইউনিয়নের চেয়ারম্যানর শামছুদ্দীন আল মাসুদ বাবু, কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কুশডাংগা ইউনিয়নের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, জালালাবাদ ইউনিয়নে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল কালাম।
এসময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের হাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপহার তুলে দেয়া হয়।
অপরদিকে একই দিনে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নওশের আলীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।