
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া আলিয়া মাদ্রাসায় দুর্নীতি দমন কমিশন, খুলনার সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মাদরাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিলো “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।
” প্রতিপাদ্য বিষয়ের উপর শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে নানা তথ্য-উপাত্ত ও যুক্তিতর্ক দিয়ে প্রতিযোগিতা প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক অ্যাড.শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক মহিদুল ইসলাম, মাওলানা আব্দুল বারীসহ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমন্ডলী।
এসময় রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন।