নিজস্ব প্রতিবেদক : কলারোয়া পৌরসদরের মির্জাপুর মৌজায় জোর পূর্বক রাতের আঁধারে ঢাকায় বসবাসরত আলাইপুর গ্রামের মৃত শেখ আব্দুল করিমের ছেলে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রফেসর ড. আ: সবুরের বাড়ীর গেট ও দেওয়াল ড্রিল মেশিন দিয়ে কেটে বাড়ীসহ জমি দখল করে নেওয়ার একটি লিখিত অভিযোগ কলারোয়া থানায় দেওয়া হয়েছে। সরেজমিনে যেয়ে ও অভিযোগ সুত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের মৃত বজলুর রহমান সরদারের ছেলে আজিমুজ্জামান আজিম ও তার স্ত্রী আর্জিনা খাতুন সোমবার ১লা মে সকাল সাড়ে আট টার সময় কিছু সন্ত্রাসী বাহিনি নিয়ে বাড়ীর গেট ও দেওয়াল ড্রিল মেশিন দিয়ে কেটে দখলে নেওয়ার চেষ্টা করে। গ্রামের বাড়ীতে থাকা আব্দুস সবুরের ভাই আব্দুল আলিম রাজু বাড়ী দখলের খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পান আজিম, তার স্ত্রী ও কিছু অচেনা ব্যক্তি বাড়ী দখলে নিতে কাজ করছে। তিনি বাড়ী দখলের কারন জানতে চাইলে তারা সঙ্গ বদ্ধ হয়ে রড ও দাঁ নিয়ে রাজুর উপর আক্রমন করে আহত করে। চিৎকার শুনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল হোসেন ও স্থানীয় কাউন্সিলর আকিমুদ্দিন আকি ঘটনাস্থলে যেয়ে জোর পূর্বক বাড়ী দখলের সত্যতা দেখতে পান বলে তারা সাংবাদিকদেরকে জানান। অভিযোগের বিষয় অস্বীকার করে আর্জিনা খাতুন বলেন তারাই আমাকে পিটিয়ে জখম করেছে। আব্দুস সবুরের বাড়ীতে আর্জিনা কি করছিলেন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। জাতীয় জরুরী সেবায় কল পেয়ে যাওয়া থানার এএসআই মফিজুল ইসলাম জানান আমি যেয়ে সেখানে ড্রিল দিয়ে বাড়ীর দেওয়াল কাটা লক্ষ করেছি। দুই পক্ষকে দুই পাশে দাড়িয়ে থাকতে দেখে তাদেরকে থানায় আসার জন্য বলে আসি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, দুই পক্ষের নিকট থেকে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কলারোয়ায় জোর পূর্বক বসত বাড়ীসহ জমি দখলের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট