কামরুল হাসান, কলারোয়া থেকে:
কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম আনোয়ারুজ্জামানের সাথে তাঁর অফিসকক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক মো.হাবিবুর রহমান (বাংলা), সহযোগী অধ্যাপক মো. ফারুক হোসেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মারুফ কবির, কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবির হোসেন, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফয়সাল, সদস্য সচিব কাইফুর রহমান সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় কলেজের গৌরবময় অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ছাত্রদল সবধরণের সহযোগিতা করবে বলে অধ্যক্ষকে আশ্বস্ত করেন ছাত্রদল নেতৃবৃন্দ।