কামরুল হাসান, কলারোয়া থেকে: কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাতে কলারোয়া বাজারের জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, গোলাম রসুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার কমিটির নতুন সভাপতি শওকত হোসেন ও সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিব বলেন, ‘সাদা কে সাদা কালো কে কালো বলতে হবে। গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বিএনপি। সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই।’ কলারোয়া বাজারের ব্যবসায়ী ও নতুন বাজার কমিটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘কোন চাঁদাবাজি চলবে না, অনৈতিক ব্যবহার চলবে না, জোরপূর্বক জবরদখল চলবে না। সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করতে হবে।’এ সময় বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।