
কলারোয়া ব্যুরো: কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জাসদ সভাপতি আনোয়ার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, জিবি কর্মকর্তা আরাফাত হোসেন, অভিভাবক প্রতিনিধি আব্বাস উদ্দীন, সমাজ সেবক বি,জি,মাওলা, আঃ মালেক, প্রভাষক মোঃ মহিদুর রহমান। সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন, মাদ্রাসা প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, শিক্ষক মাওঃ ওমর আলী, আঃ গফফার, মোঃ কামাল হোসেন, মোঃ ফজলুল হক, মোঃ রফিকুল ইসলাম, মুহাঃ আয়নুদ্দীন আহম্মেদ, অফিস সহায়ক মোঃ ইছাহাক আলী। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক সি,জি,এম আওরঙ্গজেব, মোঃ আমজাদ হোসেন, এইচ,কে, মারুফ আহমেদ, আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কামাল আজাদের পরিবারের হাতে সংবর্ধনা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। সব শেষে সকলের মঙ্গল কামনা ও প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আয়ুব আলী।