
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের এল্লারচর বাজারের গ্রাম ডাক্তার কেশব চন্দ্র বর এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার মাহাবুবুর রহমান, সাধারন সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল গফফার, সদর উপজেলা সভাপতি গ্রাম ডাক্তার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার অনির্বাণ সরকার, জেলা শাখার দপ্তর সম্পাদক গ্রাম ডাক্তার অপূর্ব মজুমদার, পৌর শাখার সাধারন সম্পাদক আলামিন হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর শাখা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।এছাড়া গ্রাম ডাক্তার কেশব চন্দ্র বর এর মৃত্যুতে অনুরুপ শোক জানিয়েছেন এল্লারচর বাজারের গ্রাম ডাক্তারবৃন্দ যথাক্রমে গ্রাম ডাক্তার শ্যামা প্রসাদ, মুত্তাজুল ইসলাম,তপন কুমার, বিধান কুমার, কাছেদ আলীসহ ফিংড়ী ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
কেশব চন্দ্র বর এর আকস্মিক মৃত্যু সংবাদ শুনে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ তার বাড়িতে যান এবং তার আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। উল্লেখ্য, গ্রাম ডাক্তার কেশব চন্দ্র বর গত মঙ্গলবার হার্ট এ্যাটাক জনিত কারনে মৃত্যুবরণ করেন।