
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ০৯টায় শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কের মীর মহলে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, আবুল কালাম, সিরাজুল ইসলাম, মীর ওমর আলী, যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার, তফুর আলী, মফিজুল ইসালামসহ সংগঠনের নেতৃবৃন্দ।