নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পক্ষ থেকে সুলতানপুরে ১৪ শত বাড়িতে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ মে) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুলতানপুর এলাকার সকল বাড়ি বাড়ি গিয়ে এ ইফতার বিতরণ করেন সাতক্ষীরার সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বর ও সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু ।
তিনি সরকারি নির্দেশনা মেনে করোনার সংক্রমণ ঝুঁকি রোধে জনসমাগম না করে ১ হাজার ৪শ’টি বাড়িতে গিয়ে ইফতার পৌছে দেন।
এ সময় সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সভাপতি মীর হাবিবুর রহমান বিটু ও সীমান্ত কলেজের শিক্ষক শাহাজান সরদার অতিথিববৃন্দ ও সুজন, রুহুল আমিন, হাকিম, আরাফাত মল্লিক, লিমনসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।