নিজস্ব প্রতিবেদক: ২ মে ২০২৩ এবি পার্টির নিজস্ব কার্যালয়ে ৩য় প্রতিষ্ঠা বার্ষিক পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও পৌর সাধারণ সম্পাদক আবু সালেহ মো. সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আব্দুল কাদের (সাবেক ভিপি), সাধারণ সম্পাদক, এবি পার্টি, সাতক্ষীরা জেলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড. সাইদুর রহমান, সভাপতি ইয়ুথ বিভাগ, এবি পার্টি, সাতক্ষীরা জেলা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করায় এবি পার্টির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বর্তমান জাতির প্রত্যাশা ভোটাধিকার নিশ্চিত। ক্ষয়িষ্ণু ও ভংগুর এই দেশটাকে নিয়ে সামনে এগুনোর কোন সুযোগ নেই, জোড়াতালি দিয়ে চলার দিনও শেষ। স্বাধীনতার এত বছর পরেও মানুষ ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে বসবাস করতে পারছে না, জীবন মানেই এক দুর্বিসহ অবস্থা। বিভিন্ন ধরনের আইন করে মানুষের বাকস্বাধীনতা সহ অন্যান্য মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। তাই রাষ্ট্রকে আজ সংস্কারের সময় এসেছে এবং এ কাজটি করতে তরুণ এবং যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। পুরানো চিন্তা চেতনা ধ্যান-ধারণাকে পরিহার করে নতুন চিন্তা চেতনা ও নতুন মানসে উজ্জীবিত হতে হবে। আর কথায় নয়- সামাজিক কর্মকান্ড করে, অসহায় মানুষের দায়িত্ব নিয়ে নিজস্ব পরিচয় ফুটিয়ে তুলতে চায় এবি পার্টি। সদর থানা সভাপতি মাওলানা আব্দুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা কমিটির সদস্য শেখ আব্দুল মোত্তালেব, শ্রমিক নেতা আক্তারুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন নাহার কমলা, সাধারণ সম্পাদিকা মোছা. নাজমা পারভীন স্বপ্না, শ্রমিক নেতা মো. মনজুর আলম রিপন, দেবহাটা থানা সেক্রেটারী মো. আলমগীর হোসেন। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।
এবি পার্টি সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট