
নিজস্ব প্রতিবেদক: একমাস আগে জমি খরিদ করে চাঁদাবাজ সিন্ডিকেটের কবলে পড়েছেন ভোমরার এক ব্যবসায়ী। সদ্য খরিদকৃত জমিতে মাটি ভরাট ও সংষ্কারের কাজ করতে গেলে চাঁদাবাজ সিন্ডিকেটের বাঁধার সম্মুখীন হন জমির মালিক। গতকাল সকালে সাতক্ষীরা শহরের বাইপাস রোডে এ ঘটনা ঘটে।
গত ৩০’মে ভোমরা বন্দরের এক ব্যবসায়ী সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা মৃত চিত্তরঞ্জন দের পুত্র হরিপদদের কাছ থেকে পলাশপোল মৌজার ১২৭৫৯ দাগের ৩.৪৫’শতক জমি ৩৮৮৫নং রেজিঃ কোবলা মূলে খরিদ করেন। গতকাল সকালে জমির মালিক বাইপাস রোড সংলগ্ন ওই জমিতে মাটি ভরাটের জন্য সংস্কারের কাজ করতে গেলে স্থানীয় মাদকাসক্ত চাঁদাবাজ সিন্ডিকেটের কবলে পড়েন জমির মালিক ও তার লোকজন। এসময় চাঁদাবাজ সিন্ডিকেটের নেতৃত্ব দেয় শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা মাজেদ গাজীর ছেলে মনিরুল ইসলাম ওরফে মনি। তারা সদ্য ক্রয়কৃত জমিতে সংস্কারের কাজ করতে বাঁধা দেয়। মনির হুকুমে লুইবাবু, ফজলু, মিজান, জনি, রনি, হায়ৎ আলী, কামরুল সহ চাঁদাবাজ সিন্ডিকেটের সদস্যরা জমির মালিকের নিযুক্ত শ্রমিকদের কাজ করতে বাঁধা প্রদান ও জীবননাশের হুমকি দেয়।
এর আগে ওই জমির মালিকের কাছে নির্দিষ্ট অংকের চাঁদাদাবী করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছলে চাঁদাবাজ সিন্ডিকেট পিছু হটতে বাধ্য হয়।