নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার স্বনামধন্য কোচিং সেন্টার “এডুকেয়ার” কোচিং সেন্টার এর ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুন) সাতক্ষীরাস্থ রাজারবাগানে এডুকেয়ার কোচিং সেন্টারের উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এডুকেয়ার এর পরিচালক ফারুক হোসেন এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী রহমান সান এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক জি,এম ফাত্তাহ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হোসেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের প্রভাষক আব্দুর রহিম, প্রভাষক আলী হোসেন টুটুল, এডুকেয়ার কোর্চিং সেন্টারের সহকারী শিক্ষক তৌফিক হাসান প্রমুখ।
শুরুতেই জেলা ছাত্রলীগ সভাপতি এস.এম আশিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী শিক্ষার্থীরা। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জন করে ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে আতœনিয়োগ করার আহবান জানান।
এডুকেয়ার কোচিং সেন্টারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পূর্ববর্তী পোস্ট