
প্রেস বিজ্ঞপ্তি: ০৪/১২/২০২২ ইং রোজ রবিবার দুপুর ১ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ হতে পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল, শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানীক ডারউনের বিবর্তনবাদ বাদ দেওয়া প্রসঙ্গে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এর পূর্বে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সকাল ১০ ঘটিকায় গণজমায়েত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভপতিত্ত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উপদেষ্টা আলহাজ¦ শেখ আব্দুর রাজ্জাক, আলহাজ¦ নূর নবী, সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি ডা: এবাদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি, মো: মুবাশশীরুল ইসলাম তকী। বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীলা জেলা সহ-সভাপতি, হাফেজ সাইদুর রহমান, সাংগাঠনিক সম্পাদক মো: মাকসুদুর রহমান, কালিগঞ্জ উপজেলা সাংগাঠনিক সম্পাদক মো: হাবিবুল্লাহ, আশাশুনি উপজেলা সেক্রেটারি কারী মো: কাইকাউজ, পাটকেলঘাটা উপজেলা সভাপতি মো: ইলিয়াস হোসেন, শ্যামনগর উপজেলা সভাপতি, মাও: আবু বকর সিদ্দীক, দেবহাটা উপজেলা সভাপতি মুফতী মুবাশ^ীর হোসেন, তালা উপজেলা সভাপতি মো: শাহিনুর রহমান, নলতা ইউনিয়ন সভাপতি মুফতি কামালউদ্দীন প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রেটারি ডা: কাজী মো: ওয়েজ কুরণী।