
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদরের হাড়িভাঙ্গা নাটানা সব্দলপুর কুমারখালী ও থালনা মাধ্যমিক বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দিতায় এস এম সি সভাপতি হয়েছেন মধুসূদন রায়। রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় তাকে সভাপতি ঘোষণা করা হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় অভিভাবক সদস্য অমল কুমার সরকার, তারক চন্দ্র মিস্ত্রি, শ্মশান মন্ডল, টিআর সদস্য হরিদাস সরকার, নব কুমার সরকার ও জানুকি রায়, প্রধান শিক্ষক সুকুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে নির্বাচনের কথা উল্লেখ করলে মদুসুদন রায় একাই নমিনেশন পত্র জমা দেওয়ায় এবং অন্য কোন প্রার্থী না থাকায় সর্ব সম্মতিক্রমে মধুসূদন রায়কে বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম ও ইউপি সদস্য মহানন্দ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।