
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গাবতলা গ্রামের শংকর কুমার সরদারের ছেলে বাপ্পী সরদার ২০১৯-২০ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মেধা তালিকায় চান্স পেয়েছে। তার মায়ের নাম দূর্গা রাণী সরদার। বাপ্পী ২০১৭ সালে গাবতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি তে অংশগ্রহন করে জি পি এ ৫ পায় এবং ২০১৯ সালে সাতক্ষীরা সরকারী কলেজ থেকে এইস এস সি পরীক্ষায় অংশগ্রহন করে আবারও জি পি এ ৫ পাপ্ত হয়। এর আগে সে পি এস সি ও জে এস সি পরীক্ষায় জি,পি এ ৫ পেয়েছিল। তার মেজো কাকা বৈদ্যনাথ দাশ বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক এবং ছোট কাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে ভবিষৎতে ভাল ডাক্তার হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। তার মেডিকেলে চান্স পাওয়াতে তার বাবা,মা সকল শিক্ষক,আত্মীয় সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।