
বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার প্রতাপনগর হাজী কায়েম উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় হেফজ সম্পন্নকারী হাফেজকে পাগড়ী প্রদান ও বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়েছে। মাদ্রাসা মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআনের হাফেজকে পাগড়ি পরিধান করান মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, নওয়াবেকী কাদেরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুল খালেক, গোমনতলী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম, মাওঃ শহিদুল্লাহ, ডাঃ আবুল কালাম, এড. নাজমুল ইসলাম, হাফেজ ময়নূর রহমান, হাফেজ বাবুল হোসেন, ডাঃ শফিকুল ইসলাম, মৌলভী আব্দুস ছাত্তার ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।