
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা ও মজগুরখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। মঙ্গলবার দুপুরে বদরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আব্দুল রকিব, শাহাজান আলী, গৌরাঙ্গ মন্ডল, সোহাগ আলম, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন মন্ডল, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, স্কুলের সভাপতি শিক্ষক রবীন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক পরিমল মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীথিকা মন্ডল সহ স্কুলের শিক্ষকগন উপস্থিত ছিলেন। স্কুল পরিদর্শনকালে বিভিন্ন ক্লাস রুমে যেয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন ও শিক্ষার মান আরও উন্নয়নের জন্য বিভিন্ন দিক নিদেশনা দেন।