
আশাশুনি প্রতিবেদক: আগামী ৫ জানুয়ারী’২২ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের ফটিকখালি, গজুয়াকাটি, রাউতাড়া, রাজবংশী পাড়াসহ বিভিন্নস্থানে গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। এসময় তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন এবং আগামী ৫ জানুয়ারি’২২ তারিখে সকলকে নৌকা প্রতীকে ভোট দিতে অনুরাধ জানান। গণসংযোগ ও মতবিনিময়কালে খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রদীপ চক্রবর্তী, ইউপি সদস্য রামপদ সানা, অনুপ কুমার মন্ডল, দক্ষিণ গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মেম্বার প্রার্থী আব্দুল লতিফ, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, মেম্বার প্রার্থী আনারুল ইসলাম, সোলেমান গাজী, সুব্রত মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।