
আশাশুনির কুল্যা ইউনিয়নের আইতলা গ্রামের নজরুল ইসলামের স্মার্ট ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান এসএম ওমর ছাকি ফেরদৌস পলাশের বিরুদ্ধে। গত ১১ সেপ্টেম্বর কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ দুজন চৌকিদারের মাধ্যমে আইতলা গ্রামের আমির আলী সরদারের ছেলে নজরুল ইসলামের স্মার্টফোন কেড়ে নেয়। এরপর থেকে ফোন চাইলেও নানান টালবাহানা করতে থাকে। কি কারণে তার ফোনটি কেড়ে নিয়েছেন সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। এব্যাপারে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী ও ভুক্তভোগি পরিবার।