নিজস্ব প্রতিবেদক: (২৬ জুন তারিখের পূর্ব প্রকাশিতের পর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনীত অনাস্থা প্রস্তাব বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বারের সকলেই ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ ধারার বিধান মোতাবেক অনাস্থা প্রস্তাব আনয়ন করলে উক্ত আইনের ৩৯(৫) ধারা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা আজ বুধবার ১২ আগস্ট-২০২০ তারিখে এ বিশেষ সভা আহবান করেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে ৪টি অভিযোগের কথা উল্লেখ করে গত ৪ জুন ২০২০ তারিখে আশাশুনি উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট লিখিত অনাস্থা জ্ঞাপন করেন ইউপি সদস্যবৃন্দ। এর পর উপজেলা নির্বাহি কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা কে এ বিষয়ের তদন্তকারী কর্মকর্তার দায়িত্বভার অর্পন করেন।
দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি গত ২৫ জুন এ বিষয়ে উপয় পক্ষকে তার কার্যালয়ে শুনানীর জন্য আহবান করেন। তার নিজস্ব কার্যালয়ে নির্ধারিত সময় সকাল ১১টায় শুনানী অনুষ্ঠিত হয়। বাদীপক্ষ ও বিবাদী পক্ষের কাছে তাদের বক্তব্য শোনেন তিনি। পরে তিনি উভয় পক্ষকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সহ লিখিত আকারে তাদের স্বপক্ষের বক্তব্য/ জবাব জমা দেয়ার জন্য নির্দেশনা দেন। নির্দেশনার আলোকে বিবাদী ইউপি চেয়ারম্যান ঐদিনই তার লিখিত জবাব জমা দিলেও সেদিন লিখিত বক্তব্য বা মতামত জমা দেননি বাদীপক্ষ তথা মেম্বরগণ। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যেই মেম্বরগণ তাদের লিখিত বক্তব্য জমা দেন।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এ বিষয়ে বিষদ তদন্ত শেষে স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী উভয় পক্ষকে বিশেষ সভায় যোগদানের জন্য নোঠিশ প্রদান করেন। সে মোতাবেক বুধবার বিকালে বাদী-বিবাদী উভয় পক্ষকে নিয়ে কুল্যা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে বিশেষ সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও তদন্তকারী কর্মকর্তা শাহীন সুলতানা। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ও সকল (১২ জন) ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সভায় সকল ইউপি সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে মতামত ব্যক্ত করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, নীতিমালা অনুসারে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গৃহীত হবে।
এ বিষয়ের ফলাফল আর কুল্যা ইউনিয়ন পরিষদের অজানা আরও তথ্য জানতে আগামী ৭ম পর্বে আমাদের সাথে যুক্ত থাকুন আর চোখ রাখুন দৈনিক সাতনদী পত্রিকার পাতায় ও অনলাইন মিডিয়ায়।