
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা উপক‚ল অঞ্চলে ২৫০ জন হতদরিদ্র, এতিম এবং বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ১০ টায় উপক‚লীয় এলাক আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে উদারতার ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উদারতার পরিচালক শিমুল আহম্মেদের সভাপতিত্ব ও সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি রুস্তম হোসাইন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান নীলিমা জিসান। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মিলন, কামাল, আরোয়া, সুরাইয়া, নুরুল আমিন, আবিদ, স্বাধীন, ফুয়াদ প্রমুখ।
এসময় চেয়ারম্যান নিলিমা জিসান বলেন ভুক্ত ভোগীদের উদ্দ্যেশে বলেন আপনাদের ভিতরে যাদের এতিম সন্তান আছে আমরা তাদের পড়ালেখা করতে সকল সহযোগিতা করবো। আপনাদের খুবই দ্রæত কারিগরী প্রশিক্ষনের আওতায় নিয়ে এসে স্বাবলম্বী করবো। আপনাদের পাশে সব সময় আমরা আছি।