
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে খ্রিস্টান ধর্মীয় অবলম্বীদের বড়দিন উদযাপন কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল দুপুরে পৃথক পৃথকভাবে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বড়দিনের উৎসবে সকল প্রকার সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে। অন্যদিকে থানার অফিসার ইনচার্জ বলেন, শুভ বড়দিন উদযাপনের উৎসবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। যদি কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে আপনারা সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আপনাদের নিরাপত্তায় থানা পুলিশ সব সময় নিবেদিত। শুভেচ্ছা বিনিময়কালে ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন, বড়দিন উদযাপন কমিটির সভাপতি লালন সরকার, সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার দিপু, চিনি দাস, বিশ্বনাথ, উত্তম মন্ডল, সবুজ গোলদার, সানি দাস, রতœা সরকার, অনিমেষ সরকার, তন্ময় সিং, জনি ডলি, মনোরঞ্জন ও রানী সরকারসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।