
আশাশুনি ব্যুরো: আশাশুনির আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
মঙ্গলবার দুপুরে ভোলানাথপুর আশ্রায়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রু অনুযায়ী বাংলাদেশের কেউ গৃহহীন না থাকার লক্ষ্যে আনুলিয়া ইউনিয়নের উপকারভোগীর তালিকা অনুযায়ী তা ১২টি ব্যারাকে সর্বমোট ৬০টি পরিবারকে এখানে পুনর্বাসন করা হবে। যেটি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
আশ্রায়ন প্রকল্প পরিদর্শনকালে পিআইও সোহাগ খান, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ইঞ্জিনিয়ার মামুন, সেনাবাহিনীর সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।