
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগ করেছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন। বৃহস্পতিবার বিকালে ৫নং ওয়ার্ডের আদালতপুর মোড়ে পুজা মন্ডপের বিপরীতে অফিস উদ্বোধন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে চেয়াারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে, ঠিক তখন আশাশুনি সদর ইউনিয়ন চলছে উল্টো রথে। নির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বের সীমাবদ্ধতার কারণেই সদর ইউনিয়ন অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। ৫ জানুয়ারী নির্বাচনকে ঘিরে আমার বিরুদ্ধে নানা ধরনের গুজব, মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হযয়েছেন প্রতিপক্ষরা। আমি জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। তিনি আমার কর্মদক্ষতার উপর বিশ্বাস করে আমাকে মনোনীত করেছেন। তার উপর আস্থা রেখে আশাশুনি সদর ইউনিয়নের উন্নয়ন করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের একটি মডেল ইউনিয়ন পরিষদ উপহার দেব। এসময় উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউপি’র নবনির্বাচিত নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা সেলিম, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আবুল বাশার, স্থানীয় আজহারুল সানা, রুবেল, শহীদুল ইসলাম, আশরাফ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন বাড়ীতে বাড়ীতে হাজির হয়ে তিনি তার নৌকা প্রতীকের জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা কওে গনসংযোগ করেন।