সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক : আশাশুনি উপজেলার কাদাকাটিতে দুইদিন ব্যাপী সদস্য পর্যায়ে দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোম ও মঙ্গলবার কাদাকাটি অনিমা এর বাড়িতে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের জীবিকায়ন কম্পোনেন্ট এর আওতায় এবং উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে পরিবারের পুষ্টি চাহিদায় বসতবাড়িতে সবজি ও ফলমূল উৎপাদন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় কাদাকাটি ইউনিয়নের ১জন সফল খামারীসহ সর্বমোট ২৫জন সদস্য অংশগ্রহন করেন। এফসিডিও ইইউ এবং পিকেএসএফ এর অর্থায়ন ও সহযোগিতায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রকল্প সমন্বয়কারী হুমায়ূন কবির, উন্নয়ন প্রচেষ্টার কাদাকাটি শাখা ব্যাবস্থাপক সেলিম হোসেন। এসময় কর্মশালার সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, এটিও (লাভলীহুড) শাহিনুর রহমান।