
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়নের সোদকনায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় “মাদক কে না বলুন, খেলা কে হ্যা বলুল” এ স্লোগানকে সামনে রেখে সোদকনা ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সোদকনা যুব কমিটির আয়োজনে গোঁদাড়া ফুটবল একাদশ বনাম বাঁকড়া ইউনাইটেড ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হয়। উর্ত্তেজনাপূর্ণ খেলায় গোঁদাড়া ফুটবল একাদশ ১-০ গোলে বাঁকড়া ইউনাইটেড ফুটবল একাদশকে হারিয়ে ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ওহিদুজ্জামান বাবলু, ইয়ামিন হোসেন ও বাবলুর রহমান। ধারাভার্ষে ছিলেন, আসাদুল ইসলাম ও সাংবাদিক মাসুদুর ও আশরাফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, সাতক্ষীরা-৩ আসনের এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাশ, যুবলীগ নেতা তৌষিকে কাইফু, ইউপি সদস্য মনিরুজ্জামান, সাংবাদিক সোহাগ প্রমূখ।