
আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের বহিরামপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। শনিবার ভোর রাতের এ দূর্ঘটনায় আরও ৭ জন আহত হয়। জানা গেছে, কুল্যা ইউনিয়নের কাটাখালি গ্রামের ৮জন শ্রমিক নসিমন যোগে শনিবার ভোর রাতে টেকাকাশিপুর ভাটায় কাজ করার জন্য যাচ্ছিল।
প্রতিমধ্যে বাহাদুরপুর-তেঁতুলিয়া সড়কের বহিরামপুর গ্রামের গোলক দাশের বাড়ির সামনে থেকে একটি মোটর ভ্যানকে ওভারটেকিং করার সময় নসিমন চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে নসিমনটি উল্টে ওয়াপদার নিচে গিয়ে পড়ে। এ সময় সকল শ্রমিক আহত হয়।
যার মধ্যে মৃত এলাহী বক্স গাজীর ছেলে আছাফুর রহমান (৩৬) ও ছমীর সরদারের ছেলে সেলিম সরদার (২২) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাকালে আছাফুর রহমান মারা যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত আজিজ গাজী, এবাদুল গাজী, ইমদাদুল গাজী, টুলু সরদার, কুদ্দুস গাজী ও আব্দুল বারী সরদার আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির জানান, ঘটনাটি জানতে পেরে এসআই শফিউল্লাহকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তিনি আরও জানান, লাশের সুরহোতাল রিপোর্ট শেষে কারও কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।