
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করায় বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডরের পুত্র জয় প্রকাশকে ৩০০ টাকা, সদর ইউনিয়নের কমলাপুর গ্রামের আঃ সামাদ গাজীর পুত্র নজরুল ইসলামকে ২০০ টাকা ও গোয়ালডাঙ্গা বাজারের ডিজিটাল ফ্যাশান এর স্বত্ত্বাধিকারী রবিউল ইসলামকে ২০০০ টাকা, সর্বমোট ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া তেতুলিয়া বাজার, গোয়ালডাঙ্গা বাজার, বড়দল ব্রীজ চেকপোষ্ট এবং বিভিন্ন সড়ক ও বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।