
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের অংশ গ্রহন- বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, বেসরকারি উন্নয়ন সংস্থা মৌমাছির নির্বাহি পরিচালক সুশান্ত মল্লিক, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত উদ্যোক্তা ও প্রশিক্ষক জহির আলিম প্রমুখ। সভায় মাদকের অপব্যাবহার রোধ এবং জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও যৌতুক বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা বিষয়ক সচেনতামূলক আলোচনা করা হয়।