
আশাশুনি প্রকিবেদক : আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত (ওয়ারেন্টভূক্ত) এক আসামীকে আটক করা হয়েছে। বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে এএসআই নাজিমউদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত (ওয়ারেন্টভুক্ত) আসামী উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের জোনাব আলী মোড়লের ছেলে জাহিদ হাসান ওরফে বাচ্চুকে গোপন সংবাদের ভিত্তিতে দরগাহপুর বাজার থেকে আটক করেন। আটককৃত আসামীকে বিচারার্থে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।