
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে সাতক্ষীলা জেলা মোবাইল ফোন টেকনেশিয়ান এসোসিয়েশান আশাশাশুনি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে চাপড়াস্থ রিভার ভিউ কেওড়া পার্কে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
জেলা মোবাইল ফোন টেকনেশিয়ান এসোসিয়েশানের সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। জেলা সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সোহাগ, জেলা সহ-সভাপতি হাসান আলি প্রমুখ। সভায় ইয়াকুব আলিকে সভাপতি, তোফায়েল হোসেন, উজ্জল দেবনাথ, নবতোষকে সহ-সভাপতি, কমলেশ সরদারকে সাধারণ সম্পাদক, ফেরদৌস রহমানকে কোষাধ্যক্ষ, উজ্জল হোসেনকে দপ্তর ও মিঠু সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। চেয়ারম্যান আবম মোছাদ্দেককে প্রধান উপদেষ্টা ও এসকে হাসানকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।