
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে ব্যবসায়ী মোক্তার হোসেনের পুত্র আবু সাইদকে ১০০ টাকা জরিমানা করেন। এছাড়া গোয়ালডাঙ্গা বাজার, তুয়ারডাঙ্গা বাজার, গদাইপুরসহ বিভিন্ন বাজার এবং বিভিন্ন সড়কে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।