
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে মুর্তি ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে মন্দির চত্বরে এ অনশন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলার সভাপতি করুণা কান্ত ব্যানার্জীর সভাপতিত্বে অনশন কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টা সুরেন্দ্র নাথ ব্যানার্জী, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ ব্যানার্জী, আশাশুনি উপজেলার সভাপতি প্রদীপ চক্রবর্তী, অবসার প্রাপ্ত শিক্ষক গৌরপদ সানা, কাঠামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিন্দ্র নাথ সানা, মনিক চক্রবর্তী, সজল মুখার্জী, তারক ব্যানার্জী, মাখন লাল ব্যানার্জী, গৌর ব্যানার্জী প্রমূখ। অনশন কর্মসূচিতে বক্তারা মূর্তি দুটি উদ্ধার ও মূল পরিকল্পনা কারিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়ে বলেন, এক শ্রেনীর মানুষ আইন শৃংঙ্খলা বাহিনীর নজর ভিন্ন দিকে নিতে প্রকৃত দোষিদের আড়াল করার চেষ্টা করে যাচ্ছে। এমনকি তদন্তে পুলিশ প্রশাসনকে বাধাগ্রস্ত করতে এক শ্রেণির দালাল চক্রের সদস্যবৃন্দ বিভিন্ন ফন্দি ফিকির করছে বলে অভিযোগ তোলেন বক্তাগন। তাদের প্রতি সকলকে সজাগ থাকার জন্য আহবান জানানো হয়।
উল্লেখ্য গত ৮জুলাই বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় দেখতে পায় মন্দিরের তালা ভাঙ্গা ও বিভিন্ন মূর্তি মধ্যে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি নেই। পরে অনেক খোঁজাখোজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। মুর্তি দুইটির মধ্যে কষ্টি পাথরের ও অন্যটি পিতলের। এঘটনায় মূন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী বাদি হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও আদালতে জামিনে মুক্তিপান তিনি।